Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


প্রেম ২৭৫
প্রেম
২৭৫
          যখন   এসেছিলে অন্ধকারে
             চাঁদ ওঠে নি সিন্ধুপারে॥
হে অজানা, তোমায় তবে   জেনেছিলেম অনুভবে–
গানে তোমার পরশখানি বেজেছিল প্রাণের তারে॥
          তুমি   গেলে যখন একলা চলে
             চাঁদ উঠেছে রাতের কোলে।
তখন দেখি, পথের কাছে   মালা তোমার পড়ে আছে–
বুঝেছিলেম অনুমানে এ কন্ঠহার দিলে কারে॥