Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


প্রকৃতি, ২৪৫
প্রকৃতি
২৪৫
     ফাগুনের নবীন আনন্দে
     গানখানি গাঁথিলাম ছন্দে॥
         দিল তারে বনবীথি   কোকিলের কলগীতি,
               ভরি দিল বকুলের গন্ধে॥
     মাধবীর মধুময় মন্ত্র
     রঙে রঙে রাঙালো দিগন্ত।
         বাণী মম নিল তুলি     পলাশের কলিগুলি,
               বেঁধে দিল তব মণিবন্ধে॥