Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


প্রেম ৩৪৪
প্রেম
৩৪৪
আমি   ফুল তুলিতে এলেম বনে–
              জানি নে,   আমার   কী ছিল মনে।
                       এ তো ফুল তোলা নয়,   বুঝি নে কী মনে হয়,
                                জল ভরে যায় দু নয়নে॥