Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


প্রেম ৩৬৮
প্রেম
৩৬৮
                  বঁধু, তোমায় করব রাজা তরুতলে,
        বনফুলের বিনোদমালা দেব গলে॥
             সিংহাসনে বসাইতে   হৃদয়খানি দেব পেতে,
                অভিষেক করব তোমায় আঁখিজলে॥