Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
ফাল্গুনী- দ্বিতীয় দৃশ্যের গীতি-ভূমিকা, ২৩
ফাল্গুনী
সমান খেলি জিতে হারে–
আমাদের ভয় কাহারে॥
দ্বিতীয় দৃশ্যের গীতি-ভূমিকা
প্রবীণের দ্বিধা
প্রবীণের দ্বিধা
১
দুরন্ত প্রাণের গান
আমরা খুঁজি খেলার সাথি।
ভোর না হতে জাগাই তাদের
ঘুমায় যারা সারা রাতি।
আমরা ডাকি পাখির গলায়,
আমরা নাচি বকুলতলায়,
মন ভোলাবার মন্ত্র জানি,
হাওয়াতে ফাঁদ আমরা পাতি।
মরণকে তো মানি নে রে,
কালের ফাঁসি ফাঁসিয়ে দিয়ে
লুঠ-করা ধন নিই যে কেড়ে।
আমরা তোমার মনোচোরা,
ছাড়ব না গো তোমায় মোরা,
চলেছ কোন্ আঁধার-পানে
সেথাও জ্বলে মোদের বাতি॥
২
শীতের বিদায়-গান
ছাড়্ গো তোরা ছাড়্ গো,
আমি চলব সাগর-পার গো।
বিদায়-বেলায় এ কী হাসি,
ধরলি আগমনীর বাঁশি।