সুমিত্রা। কী বলিলে,
রাজা কি নির্দয় তবে? দেশ অরাজক?
দেবদত্ত। অরাজক কে বলিবে? সহস্ররাজক।
সুমিত্রা। রাজকার্যে অমাত্যের দৃষ্টি নাই বুঝি?
দেবদত্ত। দৃষ্টি নাই? সে কী কথা! বিলক্ষণ আছে।
গৃহপতি নিদ্রাগত, তা বলিয়া গৃহে
চোরের কি দৃষ্টি নাই? সে যে শনিদৃষ্টি।
তাদের কী দোষ? এসেছে বিদেশ হতে
রিক্ত হস্তে, সে কি শুধু দীন প্রজাদের
আশীর্বাদ করিবারে দুই হাত তুলে?
সুমিত্রা। বিদেশী! কে তারা? তবে, আমার আত্মীয়?
দেবদত্ত। রানীর আত্মীয় তারা প্রজার মাতুল,
যেমন মাতুল কংস, মামা কালনেমি।
সুমিত্রা। জয়সেন?
দেবদত্ত। ব্যস্ত তিনি প্রজা-সুশাসনে।
প্রবল শাসনে তাঁর সিংহগড় দেশে
যত উপসর্গ ছিল অন্নবস্ত্র আদি
সব গেছে, আছে শুধু অস্থি আর চর্ম।
সুমিত্রা। শিলাদিত্য?
দেবদত্ত। তাঁর দৃষ্টি বাণিজ্যের প্রতি।
বণিকের ধনভার করিয়া লাঘব
নিজস্কন্ধে করেন বহন।
সুমিত্রা। যুধাজিৎ?
দেবদত্ত। নিতান্তই ভদ্রলোক, অতি মিষ্টভাষী।
থাকেন বিজয়কোটে, মুখে লেগে আছে
‘বাপু বাছা’, আড়চক্ষে চাহেন চৌদিকে,
আদরে বুলান হাত ধরণীর পিঠে—
যাহা-কিছু হাতে ঠেকে যত্নে লন তুলি।
সুমিত্রা। এ কী লজ্জা! এ কী পাপ! আমার আত্মীয়!
পিতৃকুল-অপযশ! ছি ছি, এ কলঙ্ক
করিব মোচন। তিলেক বিলম্ব নহে।