Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
বিসর্জন- প্রথম অঙ্ক - প্রথম দৃশ্য, ১০
বিসর্জন
জয়সিংহের প্রতি
অপর্ণা। তুমি তো নিষ্ঠুর নহ — আঁখি-প্রান্তে তব
অশ্রু ঝরে মোর দুখে। তবে এসো তুমি,
এ মন্দির ছেড়ে এসো। তবে ক্ষম মোরে,
মিথ্যা আমি অপরাধী করেছি তোমায়।
প্রতিমার প্রতি
জয়সিংহ। তোমার মন্দিরে এ কী নূতন সংগীত
ধ্বনিয়া উঠিল আজি, হে গিরিনন্দিনী,
করুণাকাতর কণ্ঠস্বরে! ভক্তহৃদি
অপরূপ বেদনায় উঠিল ব্যাকুলি। –
হে শোভনে, কোথা যাব এ মন্দির ছেড়ে?
কোথায় আশ্রয় আছে?
জনান্তিক হইতে
গোবিন্দমাণিক্য। যেথা আছে প্রেম।
[ প্রস্থান
জয়সিংহ। কোথা আছে প্রেম! —
অয়ি ভদ্রে, এসো তুমি
আমার কুটিরে। অতিথিরে দেবীরূপে
আজিকে করিব পূজা করিয়াছি পণ।
[ জয়সিংহ ও অপর্ণার প্রস্থান