Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
রাজা ও রানী - পঞ্চম অঙ্ক - ষষ্ঠ দৃশ্য, ৮৩
রাজা ও রানী
কাঠুরিয়ার প্রবেশ ও গান
বঁধু, তোমায় করব রাজা তরুতলে।
বনফুলের বিনোদ-মালা দেব গলে।
সিংহাসনে বসাইতে
হৃদয়খানি দেব পেতে —
অভিষেক করব তোমায় আঁখিজলে।
অগ্রসর হইয়া
কুমারসেন। বন্ধু, আজি কী সংবাদ?
কাঠুরিয়া। ভালো নয় প্রভু!
জয়সেন কাল রাত্রে জ্বালায়ে দিয়েছে
নন্দীগ্রাম, আজ আসে পাণ্ডুপুর-পানে।
কুমারসেন। হায়, ভক্ত প্রজা মোর, কেমনে তোদের
রক্ষা করি? ভগবান, নির্দয় কেন গো
নির্দোষ দীনের 'পরে?
সুমিত্রার প্রতি
কাঠুরিয়া। জননী, এনেছি
কাষ্ঠভার, রাখি শ্রীচরণে।
সুমিত্রা। বেঁচে থাক।
[ কাঠুরিয়ার প্রস্থান
মধুজীবীর প্রবেশ
কুমারসেন। কী সংবাদ?
মধুজীবী। সাবধানে থেকো যুবরাজ!
তোমারে যে ধরে দেবে জীবিত কি মৃত
পুরস্কার পাইবে সে, ঘোষণা করেছে
যুধাজিৎ। বিশ্বাস করো না কারে প্রভু!
কুমারসেন। বিশ্বাস করিয়া মরা ভালো। অবিশ্বাস
কাহারে করিব? তোরা সব অনুরক্ত
বন্ধু মোর সরল-হৃদয়।