Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
শ্যামা - প্রথম দৃশ্য, ২
শ্যামা
বন্ধু দূরে প্রহরীকে দেখতে পেয়ে বজ্রসেনকে মালা-সমেত পালাতে বলল
কোটালের প্রবেশ
কোটাল। থামো থামো,
কোথায় চলেছ পালায়ে
সে কোন্ গোপন দায়ে।
আমি নগর-কোটালের চর।
বজ্রসেন। আমি বণিক, আমি চলেছি
আপন ব্যবসায়ে,
চলেছি দেশান্তর।
কোটাল। কী আছে তোমার পেটিকায়।
বজ্রসেন। আছে মোর প্রাণ আছে মোর শ্বাস।
বজ্রসেন। এই পেটিকা আমার বুকের পাঁজর যে রে–
সাবধান! সাবধান! তুমি ছুঁয়ো না, ছুঁয়ো না এরে।
তোমার মরণ, নয় তো আমার মরণ–
যমের দিব্য করো যদি এরে হরণ–
ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না।
বজ্রসেনের পলায়ন
সেই দিকে তাকিয়ে
কোটাল। ভালো ভালো তুমি দেখব পালাও কোথা।
মশানে তোমার শূল হয়েছে পোঁতা–
এ কথা মনে রেখে
তোমার ইষ্টদেবতারে স্মরিয়ো এখন থেকে॥
[প্রস্থান