Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


নাট্যগীতি,৪৬
নাট্যগীতি
৪৬
                       ওই আঁখি রে!
             ফিরে ফিরে চেয়ো না, চেয়ো না,   ফিরে যাও—
                   কী আর রেখেছ বাকী রে॥
             মরমে কেটেছ সিঁধ,   নয়নের কেড়েছ নিদ—
                   কী সুখে পরান আর রাখি রে॥