Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


বিচিত্র, ৮৬
বিচিত্র
৮৬
                   বাজে গুরুগুরু শঙ্কার ডঙ্কা,
              ঝঞ্ঝা ঘনায় দূরে ভীষণ নীরবে।
                   কত রব সুখস্বপ্নের ঘোরে আপনা ভুলে–
                      সহসা জাগিতে হবে॥