Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


নাট্যগীতি,৫১
নাট্যগীতি
৫১
                থাকতে আর তো পারলি নে মা,   পারলি কই।
                     কোলের সন্তানেরে ছাড়লি কই॥
            দোষী আছি অনেক দোষে,   ছিলি বসে ক্ষণিক রোষে—
              মুখ তো ফিরালি শেষে। অভয় চরণ কাড়লি কই॥