Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


নাট্যগীতি,৭০
নাট্যগীতি
৭০
                   তুমি আমায় করবে মস্ত লোক—
                       দেবে লিখে রাজার টিকে
                           প্রসন্ন ওই চোখ॥