Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


নাট্যগীতি,৭৩
নাট্যগীতি
৭৩
                      ভুলে ভুলে আজ ভুলময়।
                 ভুলের লতায় বাতাসের ভুলে
                      ফুলে ফুলে হোক ফুলময়।
                 আনন্দ-ঢেউ ভুলের সাগরে
                      উছলিয়া হোক কূলময়॥