Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


নাট্যগীতি,৭৮
নাট্যগীতি
৭৮
                    ওগো   হৃদয়বনের শিকারী,
               মিছে তারে জালে ধরা   যে তোমারি ভিখারি॥
             সহস্রবার পায়ের কাছে   আপনি যে জন ম’রে আছে
               নয়নবাণের খোঁচা খেতে  সে যে অনধিকারী॥