Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


নাট্যগীতি,৮১
নাট্যগীতি
৮১
                   আমি কেবল ফুল জোগাব
                       তোমার দুটি রাঙা হাতে।
                   বুদ্ধি আমার খেলে নাকো
                       পাহারা বা মন্ত্রণাতে॥