Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


নাট্যগীতি,৮৮
নাট্যগীতি
৮৮
                মলিন মুখে ফুটুক হাসি,   জুড়াক দু নয়ন।
                মলিন বসন ছাড়ো সখী,  পরো আভরণ।
                অশ্রু-ধোওয়া কাজল-রেখা   আবার চোখে দিক-না দেখা,
                শিথিল বেণী তুলুক বেঁধে   কুসুমবন্ধন॥