Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
রোগীর বন্ধু , ৩
রোগীর বন্ধু
দুঃখীরাম। গার্ড্ আপনার কী করতে পারবে?
দীর্ঘনিশ্বাস
বৈদ্যনাথ। তবে হরিকে ডাকুন। আমার হয়ে এল।
মুর্ছা
দুঃখীরামের উপর্যুপরি সুদীর্ঘ নিশ্বাসপতন ও গান-
‘ মনে করো শেষের সে দিন ভয়ংকর '