Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
আর্যগাথা-৫
আর্যগাথা
কাঁদতে গিয়ে হেসে ফেলে, হাসতে গিয়ে কাঁদে
এত খেলার জিনিস ছেড়ে,
বলে কি না দিতে পেড়ে –
অসম্ভব যা–তারায় মেঘে বিজলিরে চাঁদে!
শুনল কারো হবে বিয়ে,
ধরলো ধুয়ো অমনি গিয়ে
‘ও মা, আমি বিয়ে করব’ –কান্নার ওস্তাদ এ!
শোনে কারো হবে ফাঁসি
অমনি আঁচল ধরল আসি–
‘ও মা, আমি ফাঁসি যাব’–বিনি অপরাধে!
এত খেলার জিনিস ছেড়ে,
বলে কি না দিতে পেড়ে –
অসম্ভব যা–তারায় মেঘে বিজলিরে চাঁদে!
শুনল কারো হবে বিয়ে,
ধরলো ধুয়ো অমনি গিয়ে
‘ও মা, আমি বিয়ে করব’ –কান্নার ওস্তাদ এ!
শোনে কারো হবে ফাঁসি
অমনি আঁচল ধরল আসি–
‘ও মা, আমি ফাঁসি যাব’–বিনি অপরাধে!