Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


সফলতার সদুপায়- ১৩
সফলতার সদুপায়

          কাপুরুষে কয়।

পরকে বিস্মরি করো পৌরুষ আশ্রয়

          আপন শক্তিতে!

যত্ন করি সিদ্ধি যদি তবু নাহি হয়

          দোষ নাহি ইথে।