মৃদু মৃদু গুরু গুরু গর্জন–
এ - বরষা দিনে
হাতে হাতে ধরি ধরি
গাব মোরা লতিকা - দোলায় দুলে।
প্রথম। ফুটাব যতনে কেতকী কদম্ব অগণন–
দ্বিতীয়। মাখাব বরন ফুলে ফুলে।
তৃতীয়। পিয়াব নবীন সলিল, পিয়াসিত তরুলতা–
চতুর্থ। লতিকা বাঁধিব গাছে তুলে।
প্রথম। বনেরে সাজায়ে দিব, গাঁথিব মুকুতাকণা,
পল্লবশ্যামদুকূলে।
দ্বিতীয়। নাচিব, সখী, সবে নবঘন - উৎসবে
বিকচ বকুলতরু - মূলে॥ স্বরলিপি [1]
ঋষিকুমার। কী ঘোর নিশীথ, নীরব ধরা,
পথ যে কোথায় দেখা নাহি যায়,
জড়ায়ে যায় চরণে লতাপাতা।
যাই, ত্বরা ক'রে যেতে হবে
সরযূতটিনীতীরে–
কোথায় সে পথ।
ওই কল কল রব–
আহা, তৃষিত জনক মম,
যাই তবে যাই ত্বরা।
বনদেবীগণ। এই ঘোর আঁধার, কোথা রে যাস্!
ফিরিয়ে যা, তরাসে প্রাণ কাঁপে।
স্নেহের পুতুলি তুই,
কোথা যাবি একা এ নিশীথে–
কী জানি কী হবে,
বনে হবি পথহারা।
ঋষিকুমার। না, কোরো না মানা, যাব ত্বরা।
পিতা আমার কাতর তৃষায়,
যেতেছি তাই সরযূনদীতীরে॥ স্বরলিপি [2]
Links:
[1] https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c/16053%3Fgaan%3D29_13.xml
[2] https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c/16053%3Fgaan%3D29_14.xml