Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
বাল্মীকিপ্রতিভা প্রথম দৃশ্য, ১
বাল্মীকিপ্রতিভা
প্রথম দৃশ্য
অরণ্য
বনদেবীগণ
অরণ্য
বনদেবীগণ
সহে
না, সহে না, কাঁদে পরান।
সাধের অরণ্য হল শ্মশান।
দস্যুদলে আসি শান্তি করে নাশ,
ত্রাসে সকল দিশ কম্পমান।
আকুল কানন, কাঁদে সমীরণ,
চকিত মৃগ, পাখি গাহে না গান।
শ্যামল তৃণদল শোণিতে ভাসিল,
কাতর রোদনরবে ফাটে পাষাণ।
দেবী দুর্গে, চাহো, ত্রাহি এ বনে –
রাখো অধীনী জনে, করো শান্তিদান॥ স্বরলিপি [1]
আঃ বেঁচেছি এখন। শর্মা ও দিকে আর নন।
গোলে মালে ফাঁকতালে পালিয়েছি কেমন।
লাঠালাঠি কাটাকাটি ভাবতে লাগে দাঁতকপাটি,
তাই, মানটা রেখে প্রাণটা নিয়ে সটকেছি কেমন–
আহা সটকেছি কেমন।
আসুক তারা আসুক আগে, দুনোদুনি নেব ভাগে,
স্যান্তামিতে আমার কাছে দেখব কে কেমন।
শুধু মুখের জোরে, গলার চোটে লুট - করা ধন নেব লুটে,
শুধু দুলিয়ে ভুঁ ড়ি বাজিয়ে তু ড়ি করব সরগরম–
আহা করব সরগরম॥ স্বরলিপি [2]
সাধের অরণ্য হল শ্মশান।
দস্যুদলে আসি শান্তি করে নাশ,
ত্রাসে সকল দিশ কম্পমান।
আকুল কানন, কাঁদে সমীরণ,
চকিত মৃগ, পাখি গাহে না গান।
শ্যামল তৃণদল শোণিতে ভাসিল,
কাতর রোদনরবে ফাটে পাষাণ।
দেবী দুর্গে, চাহো, ত্রাহি এ বনে –
রাখো অধীনী জনে, করো শান্তিদান॥ স্বরলিপি [1]
প্রস্থান
আঃ বেঁচেছি এখন। শর্মা ও দিকে আর নন।
গোলে মালে ফাঁকতালে পালিয়েছি কেমন।
লাঠালাঠি কাটাকাটি ভাবতে লাগে দাঁতকপাটি,
তাই, মানটা রেখে প্রাণটা নিয়ে সটকেছি কেমন–
আহা সটকেছি কেমন।
আসুক তারা আসুক আগে, দুনোদুনি নেব ভাগে,
স্যান্তামিতে আমার কাছে দেখব কে কেমন।
শুধু মুখের জোরে, গলার চোটে লুট - করা ধন নেব লুটে,
শুধু দুলিয়ে ভুঁ ড়ি বাজিয়ে তু ড়ি করব সরগরম–
আহা করব সরগরম॥ স্বরলিপি [2]
Links:
[1] https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c/16053%3Fgaan%3D49_1.xml
[2] https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c/16053%3Fgaan%3D49_2.xml