Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


মায়ার খেলা - চতুর্থ দৃশ্য, ১২
মায়ার খেলা
    মায়াকুমারীগণ।   প্রেমপাশে ধরা পড়েছে দুজনে
                    দেখো দেখো, সখী, চাহিয়া।
                দুটি ফুল খসে ভেসে গেল ওই প্রণয়ের স্রোত বাহিয়া। স্বরলিপি [1]
 
                         অমরের প্রতি
        সখীগণ।   ওগো,   দেখি আঁখি তুলে চাও–
                তোমার চোখে কেন ঘুমঘোর।
         অমর।   আমি   কী যেন করেছি পান–
                কোন্‌   মদিরারসভোর।
                আমার চোখে তাই ঘুমঘোর।
        সখীগণ।   ছি ছি ছী।
         অমর।   সখী, ক্ষতি কী।
                এ ভবে   কেহ জ্ঞানী অতি, কেহ ভোলামন–
                কেহ সচেতন, কেহ অচেতন–
                কাহারো নয়নে হাসির কিরণ,
                   কাহারো নয়নে লোর–
                আমার চোখে শুধু ঘুমঘোর।
        সখীগণ।   সখা,   কেন গো অচলপ্রায়
                হেথা দাঁড়ায়ে তরুছায়।
         অমর।   সখী,   অবশ হৃদয়ভারে চরণ
                  চলিতে নাহি চায়,
                তাই   দাঁড়ায়ে তরুছায়।
        সখীগণ।   ছি ছি ছী।
         অমর।   সখী, ক্ষতি কী।
                   এ ভবে   কেহ পড়ে থাকে, কেহ চলে   যায়,
                   কেহ বা আলসে চলিতে না চায়,
                  কেহ বা আপনি স্বাধীন, কাহারো
                  চরণে পড়েছে ডোর।
                  কাহারো   নয়নে লেগেছে ঘোর॥ স্বরলিপি [2]
        সখীগণ।   ওকে   বোঝা গেল না– চলে আয়, চলে আয়।
                ও     কী কথা যে বলে সখী, কী চোখে যে চায়।
                  চলে আয়, চলে আয়।


Links:
[1] https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c/16053%3Fgaan%3D48_25.xml
[2] https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c/16053%3Fgaan%3D48_26.xml