উদ‍্‍বোধন
      শুধু অকারণ পুলকে
ক্ষণিকের গান গা রে আজি প্রাণ
      ক্ষণিক দিনের আলোকে
যারা আসে যায়, হাসে আর চায়,
পশ্চাতে যারা ফিরে না তাকায়,
নেচে ছুটে ধায়, কথা না শুধায়,
        ফুটে আর টুটে পলকে—
             তাহাদেরি গান গা রে আজি প্রাণ
                   ক্ষণিক দিনের আলোকে।
 
 
        প্রতি নিমেষের কাহিনী
আজি বসে বসে গাঁথিস নে আর,
        বাঁধিস নে স্মৃতিবাহিনী।
যা আসে আসুক, যা হবার হোক,
যাহা চলে যায় মুছে যাক শোক,
গেয়ে ধেয়ে যাক দ্যুলোক ভূলোক
        প্রতি পলকের রাগিণী।
             নিমেষে নিমেষ হয়ে যাক শেষ
                  বহি নিমেষের কাহিনী।  
 
 
        ফুরায় যা দে রে ফুরাতে।
ছিন্ন মালার ভ্রষ্ট কুসুম
        ফিরে যাস নেকো কুড়াতে।
বুঝি নাই যাহা চাই না বুঝিতে,
জুটিল না যাহা চাই না খুঁজিতে,
পুরিল না যাহা কে রবে যুঝিতে
        তারি গহ্বর পুরাতে।
               যখন যা পাস মিটায়ে নে আশ,