সংগ্রাম-সংগীত

        হৃদয়ের সাথে আজি

        করিব রে করিব সংগ্রাম।

        এতদিন কিছু না করিনু,

        এতদিন বসে রহিলাম,

        আজি এই হৃদয়ের সাথে

        একবার করিব সংগ্রাম।

 

        বিদ্রোহী এ হৃদয় আমার

        জগৎ করিছে ছারখার।

গ্রাসিছে চাঁদের কায়া        ফেলিয়া আঁধার ছায়া

        সুবিশাল রাহুর আকার।

মেলিয়া আঁধার   গ্রাস      দিনেরে দিতেছে ত্রাস,

        মলিন করিছে মুখ তার।

        উষার মুখের হাসি লয়েছে কাড়িয়া,

        গভীর বিরামময় সন্ধ্যার প্রাণের মাঝে

        দুরন্ত অশান্তি এক দিয়াছে ছাড়িয়া।

        প্রাণ হতে মুছিতেছে অরুণের রাগ,

        দিতেছে প্রাণের মাঝে কলঙ্কের দাগ।

         প্রাণের পাখির গান দিয়াছে থামায়ে,

         বেড়াত যে সাধগুলি     মেঘের দোলায় দুলি

         তাদের দিয়াছে হায় ভূতলে নামায়ে।

         ক্রমশই বিছাইছে অন্ধকার পাখা,

         আঁখি হতে সবকিছু পড়িতেছে ঢাকা।

         ফুল ফুটে, আমি আর দেখিতে না পাই,

         পাখি গাহে, মোর কাছে গাহে না সে আর ;

        দিন হল, আলো হল, তবু দিন নাই,

        আমি শুধু নেহারি পাখার অন্ধকার।

        মিছা বসে রহিব না আর

        চরাচর হারায় আমার।