আহ্বানসংগীত

ওরে তুই জগৎ-ফুলের কীট,

  জগৎ যে তোর শুকায়ে আসিল,
      মাটিতে পড়িল খসে--
  সারা দিন রাত গুমরি গুমরি
      কেবলি আছিস বসে।
  মড়কের কণা,নিজ হাতে তুই
      রচিলি নিজের কারা,
  আপনার জালে জড়ায়ে পড়িয়া
       আপনি হইলি হারা।
  অবশেষে কারে অভিশাপ দিস
       হাহুতাশ করে সারা,
  কোণে বসে শুধু ফেলিস নিশাস,
       ঢালিস বিষের ধারা।

 

জগৎ যে তোর মুদিয়া আসিল,
        ফুটিতে নারিল আর,
  প্রভাত হইলে প্রাণের মাঝারে
        ঝরে না শিশিরধার।
  ফেলিস নিশাস, মরুর বাতাস
       জ্বলিস জ্বালাস কত,
  আপন জগতে আপনি আছিস
       একটি রোগের মতো।
  হৃদয়ের ভার বহিতে পার না,
       আছ মাথা নত করে--
  ফুটিবে না ফুল, ফলিবে না ফল,
       শুকায়ে পড়িবে মরে।

 

রোদন,রোদন, কেবলি রোদন,
       কেবলি বিষাদশ্বাস--
  লুকায়ে, শুকায়ে, শরীর গুটায়ে