ত্যাগ

ওগো মা,

           রাজার দুলাল গেল চলি মোর

                   ঘরের সমুখপথে,

           প্রভাতের আলো ঝলিল তাহার

                   স্বর্ণশিখর রথে।

           ঘোমটা খসায়ে বাতায়নে থেকে

           নিমেষের লাগি নিয়েছি মা দেখে,

           ছিঁড়ি মণিহার ফেলেছি তাহার

                  পথের ধুলার ’পরে।

 

মা গো,     কী হল তোমার, অবাক নয়নে

                   চাহিস কিসের তরে!

মোর       হার - ছেঁড়া মণি নেয় নি কুড়ায়ে,

           রথের চাকায় গেছে সে গুঁড়ায়ে

           চাকার চিহ্ন ঘরের সমুখে

                    পড়ে আছে শুধু আঁকা।

আমি       কী দিলেম কারে জানে না সে কেউ—

                    ধুলায় রহিল ঢাকা।

 

তবু         রাজার দুলাল গেল চলি মোর

                     ঘরের সমুখপথে—

মোর       বক্ষের মণি না ফেলিয়া দিয়া

                     রহিব বলো কী মতে।