চিত্রা

শুধু ওই আঁখি- ' পরে

নামে তাহা স্নেহভরে

       অন্ধকার হয়ে।

জগতের তন্ত্রীরাজি

দিনে উচ্চে উঠে বাজি,

      রাত্রে চুপে চুপে

সে শব্দ তাহার ‘ পরে

চুম্বনের মতো পড়ে

      নীরবতারূপে।

 

মিছে আনিয়াছ আজি

বসন্তকুসুমরাজি

       দিতে উপহার।

নীরবে আকুল চোখে

ফেলিতেছ বৃথা শোকে

       নয়নাশ্রুধার।

ছিলে যারা রোষভরে

বৃথা এতদিন পরে

       করিছ মার্জনা।

অসীম নিস্তব্ধ দেশে

চিররাত্রি পেয়েছে সে

      অনন্ত সান্ত্বনা।

 

গিয়েছে কি আছে বসে

জাগিল কি ঘুমাল সে

      কে দিবে উত্তর।

পৃথিবীর শ্রান্তি তারে

ত্যজিল কি একেবারে

      জীবনের জ্বর!

এখনি কি দুঃখসুখে

কর্মপথ-অভিমুখে

      চলেছে আবার।