প্রচ্ছন্ন

কোথা      ছায়ার কোণে দাঁড়িয়ে তুমি কিসের প্রতীক্ষায়

                কেন     আছ সবার পিছে।

যারা       ধুলা - পায়ে ধায় গো পথে, তোমায় ঠেলে যায়,

                তারা     তোমায় ভাবে মিছে।

আমি      তোমার লাগি কুসুম তুলি, বসি তরুর মূলে,

                আমি     সাজিয়ে রাখি ডালি—

ওগো,      যে আসে সেই একটি - দুটি নিয়ে যে যায় তুলে,

                আমার সাজি হয় যে খালি।

 

ওগো,       সকাল গেল, বিকাল গেল, সন্ধ্যা হয়ে আসে,

                চোখে    লাগছে ঘুমঘোর।

সবাই      ঘরের পানে যাবার বেলা আমায় দেখে হাসে,

                মনে      লজ্জা লাগে মোর।

আমি      বসে আছি বসনখানি টেনে মুখের ’পরে

                যেন      ভিখারিনীর মতো—

কেহ       শুধায় যদি ‘কী চাও তুমি’ থাকি নিরুত্তরে

                করি      দুটি নয়ন নত।

 

আজি      কোন্‌ লাজে বা বলব আমি ‘তোমায় শুধু চাহি’,

                আমি     বলব কেমন করে—

শুধু        তোমারি পথ চেয়ে আমি রজনী দিন বাহি,

                তুমি     আসবে আমার তরে।

আমার     দৈন্যখানি যত্নে রাখি, রাজৈশ্বর্যে তব

                তারে    দিব বিসর্জন—

ওগো,      অভাগিনীর এ অভিমান কাহার কাছে কব,

                তাহা     রইল সংগোপন।

 

আমি      সুদূর - পানে চেয়ে চেয়ে ভাবি আপন - মনে

                হেথা     তৃণে আসন মেলে—

তুমি       হঠাৎ কখন আসবে হেথায় বিপুল আয়োজনে