ব্রাহ্মণ
ছান্দোগ্যোপনিষৎ। ৪ প্রপাঠক। ৪ অধ্যায়

অন্ধকারে বনচ্ছায়ে সরস্বতীতীরে

অস্ত গেছে সন্ধ্যাসূর্য ; আসিয়াছে ফিরে

নিস্তব্ধ আশ্রম - মাঝে ঋষিপুত্রগণ

মস্তকে সমিধ্‌ভার করি আহরণ

বনান্তর হতে ; ফিরায়ে এনেছে ডাকি

তপোবনগোষ্ঠগৃহে স্নিগ্ধশান্ত - আঁখি

শ্রান্ত হোমধেনুগণে ; করি সমাপন

সন্ধ্যাস্নান সবে মিলি লয়েছে আসন

গুরু গৌতমেরে ঘিরি কুটিরপ্রাঙ্গণে

হোমাগ্নি - আলোকে। শূন্য অনন্ত গগনে

ধ্যানমগ্ন মহাশান্তি ; নক্ষত্রমণ্ডলী

সারি সারি বসিয়াছে স্তব্ধ কুতূহলী

নিঃশব্দ শিষ্যের মতো। নিভৃত আশ্রম

উঠিল চকিত হয়ে ; মহর্ষি গৌতম

কহিলেন, ‘ বৎসগণ, ব্রহ্মবিদ্যা কহি,

করো অবধান।’

 

 

                   হেনকালে অর্ঘ্য বহি

করপুট ভরি’ পশিলা প্রাঙ্গণতলে

তরুণ বালক ; বন্দী ফলফুলদলে

ঋষির চরণপদ্ম, নমি ভক্তিভরে

কহিলা কোকিলকণ্ঠে সুধাস্নিগ্ধস্বরে,

‘ ভগবন্‌, ব্রহ্মবিদ্যাশিক্ষা - অভিলাষী

আসিয়াছি দীক্ষাতরে কুশক্ষেত্রবাসী,

সত্যকাম নাম মোর।’