কথা

তোমাদের হেরি চিত চঞ্চল,

       উদ্দাম ধায় মন।

রক্ত - অনল শত শিখা মেলি

সর্পসমান করি উঠে কেলি,

গঞ্জনা দেয় তরবারি যেন

       কোষমাঝে ঝন্‌ ঝন্‌।

 

 

‘ হায়, সেকি সুখ, এ গহন ত্যজি

       হাতে লয়ে জয়তুরী

জনতার মাঝে ছুটিয়া পড়িতে,

রাজ্য ও রাজা ভাঙিতে গড়িতে,

অত্যাচারের বক্ষে পড়িয়া

       হানিতে তীক্ষ্ণ ছুরি!

 

 

‘ তুরঙ্গসম অন্ধ নিয়তি,

       বন্ধন করি তায়

রশ্মি পাকড়ি আপনার করে

বিঘ্ন বিপদ লঙ্ঘন ক ' রে

আপনার পথে ছুটাই তাহারে

       প্রতিকূল ঘটনায়।

 

 

‘ সমুখে যে আসে সরে যায় কেহ,

       পড়ে যায় কেহ ভূমে।

দ্বিধা হয়ে বাধা হতেছে ভিন্ন,

পিছে পড়ে থাকে চরণচিহ্ন,

আকাশের আঁখি করিছে খিন্ন

       প্রলয়বহ্নিধূমে।