গুরু গোবিন্দ

‘ বন্ধু, তোমরা ফিরে যাও ঘরে

       এখনো সময় নয় ' —

নিশি অবসান, যমুনার তীর,

ছোটো গিরিমালা, বন সুগভীর,

গুরু গোবিন্দ কহিলা ডাকিয়া

       অনুচর গুটি ছয়।

 

 

‘ যাও রামদাস, যাও গো লেহারি,

       সাহু, ফিরে যাও তুমি।

দেখায়ো না লোভ, ডাকিয়ো না মোরে

ঝাঁপায়ে পড়িতে কর্মসাগরে —

এখনো পড়িয়া থাক্‌ বহু দূরে

       জীবনরঙ্গভূমি।

 

 

‘ ফিরায়েছি মুখ, রুধিয়াছি কান,

       লুকায়েছি বনমাঝে।

সুদূরে মানবসাগর অগাধ

চিরক্রন্দিত - ঊর্মি - নিনাদ,

হেথায় বিজনে রয়েছি মগন

       আপন গোপন কাজে।

 

 

‘ মানবের প্রাণ ডাকে যেন মোরে

       সেই লোকালয় হতে।

সুপ্ত নিশীথে জেগে উঠে তাই

চমকিয়া উঠে বলি ‘ যাই যাই ',

প্রাণ মন দেহ ফেলে দিতে চাই

       প্রবল মানবস্রোতে।