কল্পনা

ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি

      ইঙ্গিত করি তোমা-পানে আছে চাহিয়া।

নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি

      শত তরঙ্গ তোমা-পানে উঠে ধাইয়া।

বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি

       ‘এসো এসো’ সুরে করুণ মিনতি-মাখা।

             ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,

                   এখনি, অন্ধ, বন্ধ কোরো না পাখা।

 

 

ওরে ভয় নাই, নাই স্নেহমোহবন্ধন,

      ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা।

ওরে ভাষা নাই, নাই বৃথা বসে ক্রন্দন,

     ওরে গৃহ নাই, নাই ফুলশেজরচনা।

আছে শুধু পাখা, আছে মহানভ-অঙ্গন

     উষা-দিশা-হারা নিবিড়-তিমির-আঁকা—

          ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,

                এখনি, অন্ধ, বন্ধ কোরো না পাখা।