কল্পনা

অবোধ তাহারা, বধির তাহারা,

       অন্ধ তাহারা ঘোর।

দেখে না শোনে না কে আসে কে যায়,

জানে না কিছুই কারে তারা চায়,

শুধু এক নাম এক সুরে গায়—

       ওগো সুন্দর চোর,

না জেনে না বুঝে ব্যর্থ ব্যথায়

       ফেলিছে নয়নলোর।

 

       ওগো সুন্দর চোর,

এক সুরে বাঁধা পঞ্চাশ গাথা

       শুনে মনে হয় মোর—

রাজভবনের গোপনে পালিত,

রাজবালিকার সোহাগে লালিত,

তব বুকে বসি শিখেছিল গীত

       ওগো সুন্দর চোর,

পোষা শুক সারী মধুরকণ্ঠ

       যেন পঞ্চাশ-জোড়।

 

       ওগো সুন্দর চোর,

তোমারি রচিত সোনার ছন্দ-

       পিঞ্জরে তারা ভোর।

দেখিতে পায় না কিছু চারি ধারে,

শুধু চিরনিশি গাহে বারে বারে

তোমাদের চির শয়নদুয়ারে—

       ওগো সুন্দর চোর,

আজি তোমাদের দুজনের চোখে

       অনন্ত ঘুমঘোর।