দুর্বোধ

তুমি মোরে পার না বুঝিতে?

       প্রশান্ত বিষাদভরে

       দুটি আঁখি প্রশ্ন ক'রে

     অর্থ মোর চাহিছে খুঁজিতে,

চন্দ্রমা যেমন ভাবে স্থিরনতমুখে

      চেয়ে দেখে সমুদ্রের বুকে।

 

 

        কিছু আমি করি নি গোপন।

           যাহা আছে সব আছে

            তোমার আঁখির কাছে

        প্রসারিত অবারিত মন।

  দিয়েছি সমস্ত মোর করিতে ধারণা,

        তাই মোরে বুঝিতে পার না?

 

 

        এ যদি হইত শুধু মণি,

           শত খণ্ড করি তারে

           সযত্নে বিবিধাকারে

        একটি একটি করি গণি

  একখানি সূত্রে গাঁথি একখানি হার

        পরাতেম গলায় তোমার।

 

 

        এ যদি হইত শুধু ফুল,

           সুগোল সুন্দর ছোটো,

           উষালোকে ফোটো-ফোটো,

        বসন্তের পবনে দোদুল,

  বৃন্ত হতে সযতনে আনিতাম তুলে —

        পরায়ে দিতেম কালো চুলে।