সোনার তরী

'আমারে তোমরা চাহ না চাহিতে

      চোখের কোণে ,

গরবে ফাটিয়া উঠেছ ফুটিয়া

      আপন মনে।

আছে তব মধু, থাক্‌ সে তোমার

      আমার নাহি।

আছে তব রূপ     মোর পানে কেহ

      দেখে না চাহি।

কারো আছে শাখা, কারো আছে দল,

কারো আছে ফুল, কারো আছে ফল,

আমারি হস্ত রিক্ত কেবল

     দিবসযামী।

ওহে তরু, তুমি বৃহৎ প্রবীণ,

আমাদের প্রতি অতি উদাসীন —

আমি বড়ো নহি, আমি ছায়াহীন,

    ক্ষুদ্র আমি।

হই না ক্ষুদ্র, তবুও রুদ্র

    ভীষণ ভয় —

আমার দৈন্য সে মোর সৈন্য,

    তাহারি জয়।'