কণ্টকের কথা

একদা পুলকে প্রভাত-আলোকে

      গাহিছে পাখি ,

কহে কণ্টক বাঁকা কটাক্ষে

      কুসুমে ডাকি —

তুমি তো কোমল বিলাসী কমল,

      দুলায় বায়ু ,

দিনের কিরণ ফুরাতে ফুরাতে

      ফুরায় আয়ু ;

এ পাশে মধুপ মধুমদে ভোর,

ও পাশে পবন পরিমলচোর,

বনের দুলাল, হাসি পায় তোর

      আদর দেখে।

আহা মরি মরি   কী রঙিন বেশ,

সোহাগহাসির নাহি আর শেষ,

সারাবেলা ধরি রসালসাবেশ

গন্ধ মেখে।

হায় কদিনের আদর-সোহাগ,

    সাধের খেলা

ললিত মাধুরী, রঙিন বিলাস,

      মধুপমেলা।

 

‘ওগো নহি আমি তোদের মতন

      সুখের প্রাণী —

হাব ভাব হাস, নানারঙা বাস

      নাহিকো জানি ।

রয়েছি নগ্ন, জগতে লগ্ন

      আপন বলে ;

কে পারে তাড়াতে, আমারে মাড়াতে

      ধরণীতলে।

তোদের মতন নহি নিমেষের,