পরিশেষ

চেতনাসিন্ধুর ক্ষুব্ধ তরঙ্গের মৃদঙ্গগর্জনে

নটরাজ করে নৃত্য, উন্মুখর অট্টহাস্যসনে

অতল অশ্রুর লীলা মিলে গিয়ে কলরলরোলে

উঠিতেছে রণি রণি, ছায়ারৌদ্র সে দোলায় দোলে

অশ্রান্ত উল্লোলে। আমি তীরে বসি তারি রুদ্রতালে

গান বেঁধে লভিয়াছি আপন ছন্দের অন্তরালে

অনন্তের আনন্দবেদনা। নিখিলের অনুভূতি

সংগীতসাধনা - মাঝে রচিয়াছে অসংখ্য আকূতি।

এই গীতিপথপ্রান্তে হে মানব, তোমার মন্দিরে

দিনান্তে এসেছি আমি নিশীথের নৈঃশব্দ্যের তীরে

আরতির সান্ধ্যক্ষণে ; একের চরণে রাখিলাম

বিচিত্রের নর্মবাঁশি — এই মোর রহিল প্রণাম।