৯৮

              মুখ ফিরায়ে রব তোমার পানে।

              এই ইচ্ছাটি সফল করো প্রাণে।

       কেবল থাকা, কেবল চেয়ে থাকা,

       কেবল আমার মনটি তুলে রাখা,

       সকল ব্যথা সকল আকাঙ্ক্ষায়

              সকল দিনের কাজেরই মাঝখানে।

 

                    নানা ইচ্ছা ধায় নানা দিক - পানে,

                    একটি ইচ্ছা সফল করো প্রাণে।

       সেই ইচ্ছাটি রাতের পরে রাতে

       জাগে যেন একের বেদনাতে,

       দিনের পরে দিনকে যেন গাঁথে

                            একের সূত্রে এক আনন্দগানে।