১১০

              আছ আমার হৃদয় আছে ভরে

                    এখন তুমি যা-খুশি তাই করো।

               এমনি যদি বিরাজ অন্তরে

                    বাহির হতে সকলই মোর হরো।

                           সব পিপাসার যেথায় অবসান

                           সেথায় যদি পূর্ণ কর প্রাণ

                           তাহার পরে মরুপথের মাঝে

                                  উঠে রৌদ্র উঠুক খরতর।

 

       এই যে খেলা খেলছ কত ছলে

              এই খেলা তো আমি ভালোবাসি।

       এক দিকেতে ভাসাও আঁখিজলে

              আরেক দিকে জাগিয়ে তোল হাসি।

                    যখন ভাবি সব খোয়ালেম বুঝি,

                    গভীর করে পাই তাহারে খুঁজি,

                     কোলের থেকে যখন ফেল দূরে

                           বুকের মাঝে আবার তুলে ধর।