খেলা

পথের ধারে অশথতলে

          মেয়েটি খেলা করে ;

আপন-মনে আপনি আছে

          সারাটি দিন ধরে।

উপর-পানে আকাশ শুধু,

          সমুখ-পানে মাঠ,

শরৎকালে রোদ পড়েছে,

          মধুর পথঘাট।

দুটি-একটি পথিক চলে,

          গল্প করে, হাসে।

লজ্জাবতী বধূটি গেল

          ছায়াটি নিয়ে পাশে।

আকাশ-ঘেরা মাঠের ধারে

          বিশাল খেলাঘরে

একটি মেয়ে আপন-মনে

          কতই খেলা করে।

 

 

মাথার'পরে ছায়া পড়েছে,

          রোদ পড়েছে কোলে,

পায়ের কাছে একটি লতা

          বাতাস পেয়ে দোলে।

মাঠের থেকে বাছুর আসে,

          দেখে নূতন লোক,

ঘাড় বেঁকিয়ে চেয়ে থাকে

          ড্যাবা ড্যাবা চোখ।

কাঠবিড়ালি উসুখুসু

          আশেপাশে ছোটে,

শব্দ পেলে লেজটি তুলে

          চমক খেয়ে ওঠে।