সাত ভাই চম্পা

সাতটি চাঁপা সাতটি গাছে,

           সাতটি চাঁপা ভাই—

রাঙা - বসন পারুলদিদি,

           তুলনা তার নাই।

সাতটি সোনা চাঁপার মধ্যে

           সাতটি সোনা মুখ,

পারুলদিদির কচি মুখটি

           করতেছে টুক্‌টুক্‌।

ঘুমটি ভাঙে পাখির ডাকে,

           রাতটি যে পোহালো—

ভোরের বেলা চাঁপায় পড়ে

           চাঁপার মতো আলো।

শিশির দিয়ে মুখটি মেজে

           মুখখানি বের ক’রে

কী দেখছে সাত ভায়েতে

           সারা সকাল ধ’রে।

 

দেখছে চেয়ে ফুলের বনে

           গোলাপ ফোটে - ফোটে,

পাতায় পাতায় রোদ পড়েছে,

            চিক্‌চিকিয়ে ওঠে।

দোলা দিয়ে বাতাস পালায়

           দুষ্টু ছেলের মতো,

লতায় পাতায় হেলাদোলা

           কোলাকুলি কত।

গাছটি কাঁপে নদীর ধারে

           ছায়াটি কাঁপে জলে—

ফুলগুলি সব কেঁদে পড়ে

           শিউলি গাছের তলে।

ফুলের থেকে মুখ বাড়িয়ে

           দেখতেছে ভাই বোন—