উৎসর্গ
উইলি পিয়র্‌সন্‌ বন্ধুবরেষু

আপনারে তুমি সহজে ভুলিয়া থাক,

    আমরা তোমারে ভুলিতে পারি না তাই ।

সবার পিছনে নিজেরে গোপনে রাখ,

    আমরা তোমারে প্রকাশ করিতে চাই।

ছোটোরে কখনো ছোটো নাহি কর মনে,

    আদর করিতে জান অনাদৃত জনে,

প্রীতি তব কিছু না চাহে নিজের জন্য,

    তোমারে আদরি আপনারে করি ধন্য।

 

তোসা-মারু জাহাজ                                       স্নেহাসক্ত

    বঙ্গসাগর                                        শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর

  ৭ মে ১৯১৬