পরিশেষ

                 বুঝি তার হাল নেই,

      এলোমেলো স্রোতে আজ আছে কাল নেই।

           নলিনীর দলে জলের বিন্দু

                 চপলম্‌ অতিশয়,

            এই কথা জেনে সওয়ালেই ক্ষতি সয়।

                 অতএব — আরে অতএবখানা থাক্‌

                       আপাতত ফেরা যাক।

 

      ব্যর্থ আশায় ভারাতুর সেই ক্ষণে

                 ফিরালেম রথ, ফিরিবার পথ

                       দূরতর হল মনে।

           যাবার বেলায় শুষ্ক পথের

                 আকাশ-ভরানো ধূলি

                 সহজে ছিলাম ভুলি।

           ফিরিবার বেলা মুখেতে রুমাল,

                 ধোঁয়াটে চশমা চোখে,

           মনে হল যত মাইক্রোব-দল

                 নাকে মুখে সব ঢোকে।

           তাই বুঝিলাম, সহজ তো নয়

                  ফিলজফারের বুদ্ধি।

           দরকার করে বহুৎ চিত্তশুদ্ধি।

 

                       মোটর চলিল জোরে,

           একটু পরেই হাসিলাম হো হো করে।

      সংশয়হীন আশার সামনে

                       হঠাৎ দরজা বন্ধ,

      নেহাত এটার ঠাট্টার মতো ছন্দ।

      বোকার মতন গম্ভীর মুখটারে

                 অট্টহাস্যে সহজ করিনু,

                       ফিরিনু আপন দ্বারে।

 

      ঘরে কেহ আজ ছিল না যে, তাই