আগন্তুক

এসেছি সুদূর কাল থেকে।

   তোমাদের কালে

       পৌঁছলেম যে সময়ে

                    তখন আমার সঙ্গী নেই।

            ঘাটে ঘাটে কে কোথায় নেবে গেছে।

               ছোটো ছোটো চেনা সুখ যত,

                   প্রাণের উপকরণ,

                       দিনের রাতের মুষ্টিদান

                   এসেছি নিঃশেষ করে বহুদূর পারে।

              এ জীবনে পা দিয়েছি প্রথম যে কালে

                 সে কালের ‘ পরে অধিকার

                     দৃঢ় হয়েছিল দিনে দিনে

                       ভাবে ও ভাষায়

                            কাজে ও ইঙ্গিতে,

                 প্রণয়ের প্রাত্যহিক দেনাপাওনায়।

হেসে খেলে কোনোমতে সকলের সঙ্গে বেঁচে থাকা,

                               লোকযাত্রারথে

                   কিছু কিছু গতিবেগ দেওয়া,

শুধু উপস্থিত থেকে প্রাণের আসরে

ভিড় জমা করা,

                   এই তো যথেষ্ট ছিল।

 

      আজ তোমাদের কালে

           প্রবাসী অপরিচিত আমি।

                 আমাদের ভাষার ইশারা

      নিয়েছে নূতন অর্থ তোমাদের মুখে।

           ঋতুর বদল হয়ে গেছে —

      বাতাসের উলটো-পালটা ঘ ' টে

           প্রকৃতির হল বর্ণভেদ।

      ছোটো ছোটো বৈষম্যের দল