সত্য

ভয়ে ভয়ে ভ্রমিতেছি মানবের মাঝে

হৃদয়ের আলোটুকু নিবে গেছে ব'লে!

কে কী বলে তাই শুনে মরিতেছি লাজে,

কী হয় কী হয় ভেবে ভয়ে প্রাণ দোলে!

‘ আলো' ‘আলো' খুঁজে মরি পরের নয়নে,

‘ আলো' ‘আলো' খুঁজে খুঁজে কাঁদি পথে পথে,

অবশেষে শুয়ে পড়ি ধূলির শয়নে —

ভয় হয় এক পদ অগ্রসর হতে!

বজ্রের আলোক দিয়ে ভাঙো অন্ধকার,

হৃদি যদি ভেঙে যায় সেও তবু ভালো।

যে গৃহে জানালা নাই সে তো কারাগার —

ভেঙে ফেলো, আসিবেক স্বরগের আলো।

হায় হায় কোথা সেই অখিলের জ্যোতি!

চলিব সরল পথে অশঙ্কিতগতি!


জ্বালায়ে আঁধার শূন্যে কোটি রবিশশী

দাঁড়ায়ে রয়েছ একা অসীমসুন্দর।

সুগভীর শান্ত নেত্র রয়েছে বিকশি,

চিরস্থির শুভ্র হাসি, প্রসন্ন অধর।

আনন্দে আঁধার মরে চরণ পরশি,

লাজ ভয় লাজে ভয়ে মিলাইয়া যায় —

আপন মহিমা হেরি আপনি হরষি

চরাচর শির তুলি তোমাপানে চায়।

আমার হৃদয়দীপ আঁধার হেথায়,

ধূলি হতে তুলি এরে দাও জ্বালাইয়া —

ওই ধ্রুবতারাখানি রেখেছ যেথায়

সেই গগনের প্রান্তে রাখো ঝুলাইয়া।

চিরদিন জেগে রবে নিবিবে না আর,

চিরদিন দেখাইবে আঁধারের পার।