পুরোনো বট

লুটিয়ে পড়ে জটিল জটা,

ঘন পাতার গহন ঘটা,

হেথা হোথায় রবির ছটা,

     পুকুর-ধারে বট।

দশ দিকেতে ছড়িয়ে শাখা

কঠিন বাহু আঁকাবাঁকা

স্তব্ধ যেন আছে আঁকা,

     শিরে আকাশ-পট।

নেবে নেবে গেছে জলে

শিকড়গুলো দলে দলে,

সাপের মতো রসাতলে

     আলয় খুঁজে মরে।

শতেক শাখা-বাহু তুলি

বায়ুর সাথে কোলাকুলি,

আনন্দেতে দোলাদুলি

     গভীর প্রেমভরে।

ঝড়ের তালে নড়ে মাথা,

কাঁপে লক্ষকোটি পাতা,

আপন-মনে গায় সে গাথা,

     দুলায় মহাকায়া।

তড়িৎ পাশে উঠে হেসে,

ঝড়ের মেঘ ঝটিৎ এসে

দাঁড়িয়ে থাকে এলোকেশে,

     তলে গভীর ছায়া।

 

নিশিদিশি দাঁড়িয়ে আছ

     মাথার লয়ে জট,

ছোটো ছেলেটি মনে কি পড়ে

     ওগো প্রাচীন বট!

কতই পাখি তোমার শাখে