দান
কাঁকনজোড়া এনে দিলেম যবে
       ভেবেছিলেম হয়তো খুশি হবে।
তুলে তুমি নিলে হাতের’পরে,
ঘুরিয়ে তুমি দেখলে ক্ষণেক-তরে,
পরেছিলে হয়তো গিয়ে ঘরে,
       হয়তো বা তা রেখেছিলে খুলে।
     এলে যেদিন বিদায় নেবার রাতে
     কাঁকন-দুটি দেখি নাই তো হাতে,
                   হয়তো এলে ভুলে।

 

       দেয় যে জনা কী দশা পায় তাকে।
       দেওয়ার কথা কেনই মনে রাখে।
পাকা যে ফল পড়ল মাটির টানে
শাখা আবার চায় কি তাহার পানে।
বাতাসেতে উড়িয়ে-দেওয়া গানে
       তারে কি আর স্মরণ করে পাখি।
     দিতে যারা জানে এ সংসারে
     এমন করেই তারা দিতে পারে
                   কিছু না রয় বাকি।

 

     নিতে যারা জানে তারাই জানে,
     বোঝে তারা মূল্যটি কোন্‌খানে।
তারাই জানে বুকের রত্নহারে
সেই মণিটি কজন দিতে পারে
হৃদয় দিয়ে দেখিতে হয় যারে—
            যে পায় তারে পায় সে অবহেলে।
     পাওয়ার মতন পাওয়া যারে কহে
     সহজ বলেই সহজ তাহা নহে,
                 দৈবে তারে মেলে।