পুনশ্চ

         দক্ষিণসাগরতীরের নবীন আগন্তুককে।

      সেই উচ্ছ্বসিত সবুজ কোলাহলের মধ্যে

কোন্‌ চরম দিনের অদৃশ্য দূত দিল ওর দ্বারে নাড়া,

             কানে কানে গেল খবর দিয়ে-

একদিন নামে শেষ আলো,

         নেচে যায় কচি পাতার শেষ ছেলেখেলার আসরে।

           

 

                দেরি করলে না।

তার হাসিমুখের বেদনা

             ফুটে উঠল ভারে ভারে

                     ফিকে-বেগ্‌নি ফুলে।

             পাতা গেল না দেখা —

         যতই ঝরে ততই ফোটে

             হাতে রাখল না কিছুই।

তার সব দান এক বসন্তে দিল উজাড় ক'রে।

             তার পরে বিদায় নিল

                  এই ধূসর ধূলির উদাসীনতার কাছে।