ওগো আমার ভোরের চড়ুই পাখি,

একটুখানি আঁধার থাকতে বাকি

ঘুমঘোরের অল্প অবশেষে

শাসির 'পরে ঠোকর মারো এসে,

দেখ কোনো খবর আছে নাকি।

তাহার পরে কেবল মিছিমিছি

যেমন খুশি নাচের সঙ্গে

যেমন খুশি কেবল কিচিমিচি ;

নির্ভীক ওই পুচ্ছ

সকল বাধা শাসন করে তুচ্ছ।

যখন প্রাতে দোয়েলরা দেয় শিস

কবির কাছে পায় তার বকশিশ ;

সারা প্রহর একটানা এক পঞ্চম সুর সাধি

লুকিয়ে কোকিল করে কী ওস্তাদি —

সকল পাখি ঠেলে

কালিদাসের বাহবা সেই পেলে।

তুমি কেয়ার করো না তার কিছু,

মানো নাকো স্বরগ্রামের কোনো উঁচু নিচু।

কালিদাসের ঘরের মধ্যে ঢুকে

ছন্দভাঙা চেঁচামেচি

বাধাও কী কৌতুকে।

নবরত্নসভায় কবি যখন করে গান

তুমি তারি থামের মাথায় কী কর সন্ধান।

কবিপ্রিয়ার তুমি প্রতিবেশী,

সারা মুখর প্রহর ধ ' রে তোমার মেশামেশি।

বসন্তেরই বায়না-করা

নয় তো তোমার নাট্য,

যেমন-তেমন নাচন তোমার —

নাইকো পারিপাট্য।

অরণ্যেরই গাহন-সভায় যাও না সেলাম ঠুকি,

আলোর সঙ্গে গ্রাম্য ভাষায় আলাপ মুখোমুখি ;